গাছে চাপা পড়ে যায় পণ্যপরিবাহী গাড়ি।
ঝড়বৃষ্টি ছাড়াই যোধপুর পার্কে উপড়ে পড়ল বিশাল এক কৃষ্ণচূড়া। তাতে চাপা পড়ে আহত হলেন ১৮ বছরের এক যুবক-সহ তিন জন। গাছে চাপা পড়ে যায় একটি স্কুটি এবং পণ্যপরিবাহী গাড়িও। বৃহস্পতিবার সকালে ২০১ নম্বর যোধপুর পার্কের কাছে ঘটে ঘটনাটি।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সিদ্ধার্থ মণ্ডল। আহতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয় হয় ইইডিএফ হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। সেখানে তাঁর পায়ের এক্সরে করা হয়েছে। এ ছাড়াও গাছ পড়ে আহত হয়েছেন সব্জি বিক্রেতা চন্দনা নস্কর এবং গাড়িচালক সোমনাথ মণ্ডল নামে দুজন। এঁদেরও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ। গাছটি কাটার জন্য ডাকা হয় বিপর্যয় মোকাবিলা দলকে, খবর দেওয়া হয় পুরসভাকেও।