Nabanna

Police stations: রাজ্যে তৈরি হচ্ছে আরও আট নতুন থানা, সব ক’টি ব্যারাকপুর কমিশনারেট এলাকায়

বান্নের সিদ্ধান্ত অনুযায়ী, দমদম থানা ভেঙে তৈরি হবে নাগেরবাজার থানা। বীজপুর থানা ভেঙে তৈরি হবে জেটিয়া থানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ০০:৪৫
Share:

—ফাইল চিত্র।

রাজ্যে তৈরি হতে চলেছে আরও আটটি নতুন থানা। এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে। স্বরাষ্ট্র দফতরের তরফে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নজরে রেখেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় তৈরি হতে চলেছে ওই আট নতুন থানা— নাগেরবাজার, জেটিয়া, হালিশহর, শিবদাসপুর, কামারহাটি, দক্ষিণেশ্বর, বাসুদেবপুর এবং মোহনপুর।

Advertisement

নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী, দমদম থানা ভেঙে তৈরি হবে নাগেরবাজার। বীজপুর থানা ভেঙে তৈরি হবে জেটিয়া। আবার হালিশহর থানা তৈরি হচ্ছে বীজপুর ও নৈহাটি থানার একাংশ এলাকা নিয়ে। নৈহাটি থানার অন্য অংশ ভেঙে তৈরি হবে শিবদাসপুর।

একই ভাবে বেলঘরিয়া থানা ভেঙে গঠিত হবে কামারহাটি ও দক্ষিণেশ্বর। জগদ্দল থানা ভেঙে বাসুদেবপুর এবং টিটাগড় ভেঙে মোহনপুর থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement