ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। - নিজস্ব চিত্র
বৃহস্পতিবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার অভিযোগে ফলতা ও উস্থি থানা মোট ৭ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের শুক্রবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়। সকলেরই ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কলকাতা থেকে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময়ে হামলা চলে নড্ডার কনভয়ে। উস্থি থানার শিরাকোলের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বেশ কয়েক জন নড্ডার ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চালায়। নড্ডার গাড়ির বিশেষ ক্ষতি না হলেও বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মকুল রায়-সহ বেশ কয়েকজন জখম হন। সেই হামলার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আলম শেখ, অজিত শেখ, সুজয় মণ্ডল ও সঞ্জীব দাস ফলতা থানা এলাকার বাসিন্দা। অপর ৩ ধৃত তামাট্রা শেখ, সফিক শেখ এবং আব্বাস শেখ উস্থির বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।