প্রতীকী ছবি।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৪ জন আক্রান্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলি— এই সাত জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। চিন্তায় প্রশাসন।
যে সব জেলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, সেখানে বিশেষ ‘ফিভার ক্লিনিক’ চালু করা হয়েছে। শুক্রবার মেডিক্যাল কলেজ এবং জেলাস্তরের হাসপাতালেও ‘ফিভার ক্লিনিক’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে জ্বরে আক্রান্ত কোনও রোগী সরকারি হাসপাতালে এলে, তিনি সরাসরি ডেঙ্গি পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন। নতুন করে হাসপাতালের বহির্বিভাগে ওই রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে না। দ্রুত গতিতে রোগীর ডেঙ্গি পরীক্ষা করে যাতে চিকিৎসা শুরু করা যায়, তার জন্যই এই সিদ্ধান্ত।
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সঙ্গে আশা এবং এএনএম কর্মীরা যোগাযোগ রাখবেন। রোগীকে কোন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হবে, তা-ও জানাবেন ওই স্বাস্থ্যকর্মীরা। কী ভাবে বুঝবেন বিপদ সঙ্কেত, তা-ও পরিবারকে বোঝানো হবে। কোন এলাকায় কত জন জ্বরে আক্রান্ত, তা-ও সমীক্ষা করে দেখবেন স্বাস্থ্যকর্মীরা।