BJP

হেস্টিংসে রাজ্য বিজেপি অফিসের কাছ থেকে উদ্ধার ৫১টি বোমা

কে বা কারা বোমা ওই বোমাভর্তি বস্তা রেখে গেল তা জানতে শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ০০:৩১
Share:

কলকাতায় রাজ্য বিজেপি অফিসের কাছ থেকে উদ্ধার হওয়া বোমার বস্তা। নিজস্ব চিত্র।

কলকাতায় রাজ্য বিজেপি অফিসের কাছে খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা থেকে ৫১টি বোমা পাওয়া উদ্ধার। ৪টি বস্তার মধ্যে রাখা ছিল বোমাগুলি।

সেনা গোয়েন্দা (এমআই)-র দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা জানতে পারে, হেস্টিং এলাকায় কয়েকটি বস্তা পড়ে আছে, যার ভিতর বোমা থাকার সম্ভাবনা। এর পর কলকাতা পুলিশ সূত্রের খবর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। সেখান থেকে উদ্ধার হয় ৪টি বস্তা। যার ভিতরে রাখা ছিল ৫১টি তাজা বোমা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

কে বা কারা বোমা ওই বোমাভর্তি বস্তা রেখে গেল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement