Blast

Blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা, কালিয়াচকে বিস্ফোরণে জখম পাঁচ শিশু

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হল পাঁচ শিশু। রবিবার এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগর গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৬:৩১
Share:

জখম শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। —নিজস্ব চিত্র।

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হল পাঁচ শিশু। রবিবার এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার গোপালনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপালনগর এলাকায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল জনা কয়েক জন শিশু। খেলার সময় তারা বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা ফেটে যায় বোমা। তার জেরে জখম হয় জনা পাঁচেক শিশু। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশও। কী ভাবে ওই বোমা মাঠে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

রহিম নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘কেউ বোমা রেখে গিয়েছে কি না তা কেউ বলতে পারছ না। বাচ্চা খেলার সময় একটি বোমা আচমকা ফেটে যায়। সকলেই আহত হয়েছে। আমরা ওদের হাসপাতালে নিয়ে এসেছি।’’ আহত শিশুদের সকলেরই বয়স চার থেকে দশের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement