গ্রাফিক: শৌভিক দেবনাথ।
করোনা নিয়ে বৈঠক নবান্নে। সুপ্রিম কোর্টে রয়েছে পেগাসাস-কাণ্ডের শুনানি। টোকিয়ো অলিম্পিক্সের সোনা জয়ের লড়াইয়ে রবিকুমার দাহিয়া। এ ছাড়া একাধিক পদক ম্যাচে নামছেন ভারতীয় প্রতিযোগীরা। আজ, বৃহস্পতিবার নজর থাকবে এই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে।
করোনা মোকাবিলায় গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তৈরি করেছিল রাজ্য। এখন করোনা নিয়ন্ত্রণে এলেও পরামর্শদাতা হিসেবে কাজ করছেন বোর্ডের সদস্যরা। আজ নবান্নে সেই বোর্ডের বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বোর্ডের অন্যতম সদস্য হিসাবে ওই বৈঠকে থাকতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সামনেই করোনার তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার কথা। তা রুখতে এবং বর্তমানে করোনা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে ওই বৈঠকে। ফলে আজ ওই বৈঠকের দিকে নজর থাকবে।
ফোনে আড়িপাতা-কাণ্ডে ইতিমধ্যে সরব বিজেপি-বিরোধী সমস্ত রাজনৈতিক দল। ওই ঘটনার তদন্তে রাজ্য হিসেবে প্রথম কমিশন তৈরি করেছে পশ্চিমবঙ্গ। স্বতঃপ্রণোদিত ভাবে সুপ্রিম কোর্টকে এ নিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছিলেন মমতা। সর্বোচ্চ আদালত নিজে থেকে কোনও পদক্ষেপ না করলেও, পেগাসাস নিয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। সেই মামলাগুলি একত্রিত করে আজ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। ফলে নজর থাকবে ওই দিকেও।
বুধবার সেমিফাইনালে জিতে কুস্তিতে সোনা লড়াইয়ে নামতে চলেছেন ভারতের রবি। বিকেল ৪টে নাগাদ পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ইভেন্ট রয়েছে। সেখানেই নামবেন তিনি। ফলে আজ নজরে থাকবে ওই ম্যাচ। এ ছাড়া ওই একই সময়ে ৮৬ কেজি বিভাগের পদকের ম্যাচ রয়েছে। সেখানে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক পুনিয়া। আজ মহিলাদেরও পদক ম্যাচ রয়েছে। বিকেল ৪টে নাগাদ ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল ম্যাচ রয়েছে। পদকের জন্য লড়াই করতে দেখা যাবে ভারতের অংশু মালিককে। এ ছাড়া বিকেল সাড়ে ৩টে থেকে নজর থাকবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলার দিকে।
আজ নজর থাকবে আবহাওয়ার খবরের দিকেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বন্যাপ্লাবিত এলাকাগুলিতে বাড়তি চিন্তা। এ জন্য আগাম সতর্কতাও জারি করেছে প্রশাসন।