প্রতীকী চিত্র।
কলকাতা-সহ গোটা রাজ্যে নতুন করে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে গিয়েছে। তার উপর বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন। ইতিমধ্যে কলকাতায় কয়েক জনের শরীরে ওই ভাইরাসটি খোঁজ মিলেছে। আজ আলোচনার কেন্দ্রে থাকবে রাজ্য তথা দেশের করোনা পরিস্থিতি খবরের দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পুরভোট প্রচার
রাজ্যের চারটি পুরনিগমের প্রার্থিতালিকা ঘোষণার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বামেরাও কয়েকটি পুরনিগমের প্রার্থীদের নাম ঘোষণা করছে। ফলে ওই সব আসনে প্রচার শুরু করেছেন প্রার্থীরা।
গ্রাফিক- সনৎ সিংহ।
সৌরভের শারীরিক অবস্থা
এখন ভাল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে কয়েক দিন ধরে তিনি ভর্তি রয়েছেন। ওই হাসপাতাল সূত্রে খবর, শীঘ্রই ভারতের প্রাক্তন অধিনায়ককে হাসপাতাল থেকে ছাড়া হবে। আজ নজর থাকবে সে দিকেও।
আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলে এখনই রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এ বার শীতের প্রকোপ বাড়তে পারে রাজ্যে।