Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

পুরুলিয়ায় সভা মমতার, শ্যামনগরে অভিষেক। উত্তরবঙ্গে রাজ্যপাল, সিন্ধুর জল নিয়ে বৈঠকে ভারত ও পাকিস্তান। ফের রহস্যমৃত্যু আরেক মডেলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ০৭:৩২
Share:

ফাইল চিত্র।

আজ, সোমবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে। দুপুর ১২টা নাগাদ ওই সভাটি শুরু হওয়ার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

অভিষেকের সভা

Advertisement

আজ উত্তর ২৪ পরগনার শ্যামনগরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই সভাটি শুরু হওয়ার কথা।

রাজ্যপাল উত্তরবঙ্গে

আজ উত্তরবঙ্গে সফরে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তাঁর কর্মসূচির দিকে নজর থাকবে।

হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ

আজ হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ করবে রাজ্য মাদ্রাসা শিক্ষা পরিষদ। দুপুর ১২টা নাগাদ ফল প্রকাশ হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে অশান্তি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইন এবং অনলাইন পরীক্ষা নিয়ে ছাত্রদের মধ্যে বিভাজনের পরিস্থিতি। আজ কর্তৃপক্ষ কিছু বলছেন কি না সে দিকে নজর থাকবে।

ইউপিএসসি ফল প্রকাশ

আজ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। দুপুর নাগাদ ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

সিন্ধুর জল নিয়ে বৈঠক

সিন্ধুর জল নিয়ে দিল্লিতে আজ ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠক। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হল দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

এসএসসি খবরাখবর

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এ বার মামলাকারীদের ডেকে পাঠিয়েছে সিবিআই। কয়েকটি মামলায় আজ তাঁদের সিবিআই দফতরে যাওয়ার কথা। জিজ্ঞাসাবাদে কী উঠে এল সে দিকে নজর থাকবে।

মডেল সরস্বতী দাসের মৃত্যুরহস্য

কসবায় উঠতি মডেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার কসবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ১৯ বছর বয়সি সরস্বতী সম্প্রতি কয়েকটি ফটোশ্যুটের কাজ করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও অজানা। তদন্তে নেমেছে পুলিশ। নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।

বর্ষা আসার খবর, আবহাওয়ার খবর

সময়ের আগেই কেরলে বর্ষা প্রবেশ করেছে। তবে বাংলায় এখনই বর্ষা আসছে না। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এ রাজ্যে তাপমাত্রা কয়েক দিন বাড়বে। ফলে গরমের অস্বস্তি বজায় থাকবে।

দেশের সার্বিক পরিস্থিতি

টানা পাঁচ দিন ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা রয়েছে দু’হাজারের উপরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে হল ২,৮২৮। আজ সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement