—প্রতীকী চিত্র।
সহজ শর্তে ঋণ এবং মোটা অঙ্কের সুদের প্রলোভন। এই কৌশলেই মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূমের কয়েক হাজার মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। অবৈধ ভাবে চিটফান্ডের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ বারাসতের তিন ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃত ব্যক্তিদের নাম অশোককুমার সিংহ, গোপাল মণ্ডল এবং সাগর গাজি। তিন জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাত ও দত্তপুকুর থানা এলাকায়।
কান্দির এসডিপিও শশরেখ আম্বারদর বলেন, ‘‘আর্থিক প্রতারণার অভিযোগে তদন্ত নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও বীরভূমের প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে ভুল বুঝিয়ে ‘এমপকেট’ নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার কথা বলা হত। চিটফান্ড সংস্থায় টাকা বিনিয়োগ করে সেই টাকা ফেরত না পেয়ে গত ১২ জানুয়ারি এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে চিটফান্ড সংস্থার এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে তিন জনের হদিস মেলে। তাঁদের কাছ থেকে প্রচুর ভুয়ো নথি এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বীরভূমের তারাপীঠ থানা এলাকার একটি হোটেল-সহ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০টি সিমকার্ড, বেশ কিছু ট্রেনের টিকিট, কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ়ের ছবি, কয়েকটি মোবাইল ফোন, ট্যাব-সহ আরও অনেক নথি। চিটফান্ডের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।