প্রতীকী ছবি।
আজ, শনিবার এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের ডার্বি রয়েছে। ফলে ডার্বির উন্মাদনা দেখা যাবে বাঙালির মধ্যে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে ওই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হতে পারে।
অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনে আজ মহিলাদের ফাইনাল ম্যাচ রয়েছে। লড়াই দেখা যাবে অ্যাশলে বার্টি ও ড্যানিয়েলি কলিন্সের মধ্যে। দুপুর ২টো নাগাদ ওই ম্যাচটি শুরু হবে।
সন্ধ্যা ও লতার শারীরিক অবস্থা
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর। দু'জনের শারীরিক অবস্থাই এখন কিছুটা স্থিতিশীল। আজ তাঁরা কেমন থাকেন নজর থাকবে। এ ছাড়া ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা হবে।
গোয়ার নির্বাচনী ইস্তাহার তৃণমূলের
আজ গোয়ায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল ও এমজিপি-র জোট। বিকেল সাড়ে ৩টে নাগাদ তারা প্রকাশ করবে। গোয়াবাসীর জন্য কী কী থাকে তৃণমূলের ইস্তাহারে তা নজর থাকবে।
রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। শুক্রবার রাজ্যে সংক্রমণের সংখ্যা চার হাজরের নীচে ছিল। তবে ১০ জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি ছিল। এমতাবস্থায় আজ আলোচনায় থাকবে রাজ্যের করোনা সংক্রমণ।
পরিবহণ বিধির বিরুদ্ধে প্রতিবাদ
নয়া পরিবহণ-বিধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঠিক করতে বাস-মিনিবাস মালিকদের বিভিন্ন সংগঠনের যৌথ ভাবে বৈঠকে বসছে। সেখানেই তারা নতুন বিধি নিয়ে আন্দোলন কর্মসূচি স্থির করবে। আজ বিকেল ৩টে নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা।