Coronavirus in India

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

বিকেলে দিল্লি রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৬:৪৯
Share:

ফাইল চিত্র।

রাজ্যে বৃষ্টির দেখা নেই। তাপপ্রবাহ অব্যাহত। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। আজ, শুক্রবার তাপপ্রভাবের পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

দেশের কোভিড পরিস্থিতি

Advertisement

টানা এক সপ্তাহ দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের গণ্ডির মধ্যে ঘোরাফেরা করলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সেই সংখ্যা তিন হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৩, ৩০৩। বুধবারের থেকে যা বেশি। এই অবস্থায় আজ নজর থাকবে দেশের করোনা সংক্রমণের দিকে।

দিল্লির পথে মমতা

আজ বিকেলে কলকাতা থেকে দিল্লির বিমান ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।

রাষ্ট্রপতির কাছে বিজেপি

রাজ্যে নিহত বিজেপি কর্মীদের আত্মীয়দের নিয়ে আজ দুপুরে রাষ্ট্রপতির কাছে যাবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সন্ধ্যায় অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা তাঁদের।

গ্রাফিক: সনৎ সিংহ।

মানবাধিকার কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

আজ দোলা সেনের নেতৃত্বে প্রয়াগরাজ-কাণ্ডে তথ্যানুসন্ধানে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদল দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশেনের সঙ্গে দেখা করবে। দুপুর সাড়ে ১২টা নাগাদ তাদের যাওয়ার কথা।

ময়নাগুড়ি যাবেন শুভেন্দু

বিজেপি পরিষদীয় দলের প্রতিনিধিদের নিয়ে আজ ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে দিকেও নজর থাকবে।

ডিএ মামলার শুনানি হাই কোর্টে

আজ মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানি শুরু হতে পারে।

নন্দীগ্রামে যাবেন সুকান্ত

আজ নন্দীগ্রামে সাংগঠনিক বৈঠক এবং প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই কর্মসূচিটি হওয়ার কথা।

ত্রিপুরায় তৃণমূলের সাংবাদিক বৈঠক

আজ ত্রিপুরায় তৃণমূলের সাংবাদিক বৈঠক রয়েছে। ওই বৈঠকে থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা।

সিপিএম রাজ্য কমিটির বৈঠক

বৃহস্পতিবার নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে সিপিএম। পাশাপাশি আজ তাদের চলতি বৈঠকের শেষ দিন। নজর থাকবে সে দিকে।

ইউক্রেনের পরিস্থিতি

পূর্ব ইউক্রেনে হামলার গতি বাড়াল রাশিয়া। ডনবাস অঞ্চলের একের পর এক গ্রাম দখল করছে রুশ বাহিনী। তাদের মূল লক্ষ্য, এ দেশের পূর্ব ভাগ ও দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে ইউক্রেনের হাত থেকে ছিনিয়ে নেওয়া। আজ নজর থাকবে সে দিকেও।

সন্তোষ ট্রফি সেমিফাইনাল

আজ সন্তোষ ট্রফি সেমিফাইনাল ম্যাচ রয়েছে। মুখোমুখি লড়াই বাংলা ও মণিপুরের। রাত ৮টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

আইপিএল

আজ আইপিএলএ পঞ্জাব বনাম লখনউয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement