প্রতীকী চিত্র।
সোমবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুর নিগমের ভোটের দিন ক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। সকাল ৯টা নাগাদ হতে পারে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ। তবে আজ দেখার হাওড়ার ভোটের ভবিষ্যৎ কি হতে চলেছে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
হাওড়া বিল
হাওড়া পুরসভার ভোট এখনও অনিশ্চিত। ওই ভোট আদৌ হবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই। তবে একেবারে শেষ মুহূর্তে রাজ্যপাল জগদীপ ধনখড় যদি সই করেন তা হলে ভোট হলেও হতে পারে। এ ছাড়া হাওড়া বিল নিয়ে নবান্ন ও রাজনৈতিক দলগুলি কোনও প্রতিক্রিয়া দেয় কি না সে দিকে নজর থাকবে।
মেয়র পদে নির্বাচন
কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমের আজ আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা। দুপুর ১টা নাগাদ ওই অনুষ্ঠানটি হতে পারে।
গ্রাফিক- সনৎ সিংহ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট
ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের তৃতীয় দিন আজ। দুপুর দেড়টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
অ্যাশেজ
আজ অ্যাশেজে তৃতীয় টেস্ট রয়েছে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ওই খেলাটি ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়েছে।
কোভিড ও ওমিক্রন
রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তার উপর ভয় ধরাচ্ছে করোনার নতুন রূপ ওমিক্রন। গোটা দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনও। ওই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আবহাওয়া
সোমবারের মতো আজও ঠান্ডা একই রকম থাকবে রাজ্যে। তবে বুধবার ফের ঠান্ডা বাড়তে পারে। অন্য দিকে, ওই দিন বৃষ্টির আশঙ্কায়ও রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।