partha chatterjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

ইডি হেফাজতে পার্থ। মুখোমুখি জেরা করা হতে পারে অর্পিতার সঙ্গে। টিটাগড় ওয়াগনে মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৭:২৭
Share:

ফাইল চিত্র।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হতে পারে। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই জেরা থেকে নতুন কোনও তথ্য উঠে এল কি না, আজ, বুধবার সে দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

মানিকের হাজিরা ইডি দফতরে

Advertisement

আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করেছে ইডি। সেই মতো আজ তাঁর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যাওয়ার কথা।

ইডি হেফাজতে অর্পিতা

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি, ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি দাবি করেছে, অর্পিতা ‘পার্থ-ঘনিষ্ঠ’। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তাঁদের দু'জনকে এক সঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। ওই সংক্রান্ত বিষয়ে আজ কী কী খবর উঠে এল সে দিকে নজর থাকবে।

এসএসসি মামলার তদন্ত

এসএসসি মামলায় ইডির সঙ্গে সক্রিয় হয়েছে সিবিআই। মঙ্গলবার ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিকাশ ভবনে তল্লাশি চালায়। এই তদন্তের গতিপ্রকৃতির দিকে আজ নজর থাকবে।

প্রশ্ন ভুল মামলার শুনানি

২০১৭ সালের টেট পরীক্ষায় আটটি ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলাটির শুনানি হতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

টিটাগড় ওয়াগনে মুখ্যমন্ত্রী

আজ টিটাগড় ওয়াগনের ২৫ বছর উপলক্ষে উত্তরপাড়ার কারখানায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মমতার পদত্যাগের দাবিতে মিছিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজ বামফ্রন্টের তিনটি মিছিল রয়েছে কলকাতায়। পার্ক সার্কাস, শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে দুপুর নাগাদ তিনটি মিছিলই যাবে গাঁধী মূর্তির পাদদেশের উদ্দেশে।

রাজ্যের কোভিড আক্রান্ত

একটানা তিন দিন ধরে নিম্নমুখী হওয়ার পর রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৩২ জন। আজ রাজ্যে কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।

ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড় এবং ঋষি সুনক

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক যুদ্ধে জিতে, চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়েছেন ঋষি সুনক। শীঘ্রই হতে চলেছে চূড়ান্ত পর্বের নির্বাচন। ঋষির সঙ্গে লড়াইয়ে নামবেন লিজ ট্রাসের। এ বার চূড়ান্ত তথা শেষ ধাপের নির্বাচন কোন দিকে যায় আজ সে দিকে নজর থাকবে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় এক দিনের ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement