—ফাইল চিত্র।
রাজ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রবিবারই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৪২৫ জন বেড়ে হয়েছে ৮৮ হাজার ৮০০ জন। এমন সময়ে কোভিড আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে অনেককেই তীব্র অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। রাজ্যের কোথায়, কোন কোভিড হাসপাতালে বেডের পরিস্থিতি কী তা এক নজরে দেখে নেওয়া যাক।
রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চলছে করোনা রোগীদের চিকিৎসা। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলাতেই রয়েছে একাধিক কোভিড হাসপাতাল। দেখে নেওয়া যাক রবিবার কোন কোভিড হাসপাতালগুলিতে কত শয্যা ফাঁকা রয়েছে।
রাজ্যের বহু বেসরকারি হাসপাতালেও কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছে। কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বেসরকারি কোভিড হাসপাতাল। এক নজরে দেখে নেওয়া যাক রবিবার ওই বেসরকারি কোভিড হাসপাতালগুলিতে কত শয্যা ফাঁকা রয়েছে।