Calcutta Pavlov Hospital

খুলল জট, বাংলাদেশে ফিরলেন ২৫ জন

বাংলাদেশি নাগরিকদের মধ্যে জেল-বন্দি মা, বাবার সন্তান ১৩-১৪ বছরের এক কিশোরও আছে। পরিবারটি কারও ভুল বোঝাবুঝির শিকার হয়ে মজুরের কাজ করতে এ দেশে এসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:১৩
Share:

পাভলভ হাসপাতাল। —ফাইল চিত্র।

সীমান্ত পেরিয়ে কেউ এসেছিলেন বছরখানেক আগে। তবে অনেকেই কম করে ১০-১২ বছর ধরে আত্মীয়স্বজনের থেকে বিচ্ছিন্ন হয়ে এ রাজ্যে বিভিন্ন হোম বা হাসপাতালে বন্দি।

Advertisement

হাওড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, নদিয়া, কোচবিহারের বিভিন্ন হোমের আবাসিক এবং কলকাতার পাভলভ ও লুম্বিনী পার্ক হাসপাতালের মোট পাঁচ জন আবাসিক-সহ ২৫ জন বাংলাদেশি নাগরিককে বুধবার দু’দেশের মধ্যস্থতায় সীমান্ত পেরিয়ে ও পারে পাঠানো হয়। এ দিন দুপুরে তাঁরা পেট্রাপোল সীমান্ত পেরোন।

বাংলাদেশি নাগরিকদের মধ্যে জেল-বন্দি মা, বাবার সন্তান ১৩-১৪ বছরের এক কিশোরও আছে। পরিবারটি কারও ভুল বোঝাবুঝির শিকার হয়ে মজুরের কাজ করতে এ দেশে এসেছিল। বাংলাদেশে ফিরে ঠাকুরমার কাছে থেকে সে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে।

Advertisement

বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা গিয়েছে। পাভলভ, লুম্বিনী, পুরুলিয়া, বহরমপুরে রাজ্যের বিভিন্ন মানসিক হাসপাতালের যথাক্রমে চার, পাঁচ, দু’জন, দু’জন মিলিয়ে ১৩ জন আবাসিক রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement