স্টেশন নিয়ে সমস্যা

দৃশ্য ১: দুপুর ১২টা বেজে ৮ মিনিট। আপ ক্যানিং লোকাল প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন এক ব্যক্তি। দৃশ্য ২: স্কুল যাওয়ার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্র। ট্রেন আসতেই উঠতে গিয়ে নিজেকে সামলাতে না পেরে পা স্লিপ খেয়ে পড়ে গেল। দৃশ্য ৩: ট্রেন স্টেশনে এসে পৌঁছতেই দেখা গেল ট্রেন থেকে নামতে গিয়ে এক বৃদ্ধা প্ল্যাটফর্মেই পড়ে গেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০০:৫৮
Share:

নিচু প্ল্যাটফর্মের সমস্যা। নিজস্ব চিত্র।

দৃশ্য ১: দুপুর ১২টা বেজে ৮ মিনিট। আপ ক্যানিং লোকাল প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন এক ব্যক্তি।

Advertisement

দৃশ্য ২: স্কুল যাওয়ার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্র। ট্রেন আসতেই উঠতে গিয়ে নিজেকে সামলাতে না পেরে পা স্লিপ খেয়ে পড়ে গেল।

দৃশ্য ৩: ট্রেন স্টেশনে এসে পৌঁছতেই দেখা গেল ট্রেন থেকে নামতে গিয়ে এক বৃদ্ধা প্ল্যাটফর্মেই পড়ে গেলেন।

Advertisement

এ রকম ছোটখাটো দুর্ঘটনা আকছার ঘটে থাকে ক্যানিং স্টেশনে। এই স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় বিপদের আশঙ্কা মাথায় নিয়েই যাতায়াত করেন নিত্যযাত্রীরা। বার বার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

এই স্টেশনে মাত্র দু’টি প্ল্যাটফর্ম রয়েছে। আপের সমস্ত ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াত। এখন ১ নম্বর প্ল্যাটফর্মের বদলে সমস্ত ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। ২ নম্বর প্ল্যাটফর্মটি আবার টিকিট কাউন্টার থেকে বেশ দূরে। অভিযোগ, টিকিট কেটে প্রায়শই ছুটে গিয়ে ট্রেন ধরতে হয় যাত্রীদের। দু’টি প্ল্যাটফর্মেই ছাউনি নেই। শৌচালয়গুলিরও অবস্থা খুব খারাপ।

নিত্যযাত্রী অশোক মণ্ডল, ঝর্না মণ্ডল, রিনা গঙ্গোপাধ্যায়রা বলেন, “ক্যানিং রেলওয়ে স্টেশন বহু পুরনো এবং একটি ঐতিহ্যবাহী স্টেশন। অথচ এই স্টেশনে ন্যূনতম যে সমস্ত পরিষেবা থাকার প্রয়োজন ছিল তা নেই।” তাঁরা আরও বলেন, “দীর্ঘদিন ধরে মাত্র চারটি টিকিট কাউন্টার। অথচ যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে।”

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “শুধু ক্যানিং স্টেশন বলে নয় অনেক স্টেশনেই কামরার তুলনায় প্ল্যাটফর্ম নিচু। বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ক্যানিং প্ল্যাটফর্মেও কাজ শুরু করা হবে। তা ছাড়া শেড-সহ অন্যান্য সমস্যাগুলি নিয়ে দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement