শীত পাকছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে বিভিন্ন উত্সব, মেলা। আর গত ৮ বছর ধরে উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের কাছে নজর কেড়েছে গোবরডাঙা লোক উত্সব। ৪ জানুয়ারি থেকে গোবরডাঙা পুরসভার সহযোগিতায় মিলন সঙ্ঘের আয়োজনে শুরু হবে এই লোকউত্সব ও মেলা। মিলন সঙ্ঘ ছাড়াও যুব ব্যায়াম সমিতির তিনটি মাঠে একই সঙ্গে অনুষ্ঠান চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
সকাল ৬ টায় শুরু হবে শরীরচর্চা। চলবে ২ ঘণ্টা। আবার দুপুর ২ টো থেকে চলবে লোক সংস্কৃতি বিষয়ক সেমিনার। দৃশ্য দুষণ রুখতে শ-পাঁচেক ছেলেমেয়ে গোবরডাঙার সমস্ত দেওয়ালে ছবি আঁকার প্রতিযোগিতায় যোগ দেবে। থাকবে বসে আঁকো এবং লোকগান প্রতিযোগিতাও।
মূল মঞ্চে পার্বতী বাউল, শিলাজিত্, সৌরভ মনি, সাধনদাস বৈরাগ্য, মাকি কাজুমি, লতিফ শা, মালবিকা ব্রহ্মের মতো দেশ বিদেশের শিল্পীরা যোগ দেবেন। রাভা, লেটোর মতো লোকনৃত্যের পাশাপাশি মণিপুরের ৩০ জন লোকশিল্পী যোগ দেবেন। থাকবে লোকসঙ্গীতের বিভিন্ন রূপের অনুষ্ঠান।
বাউল আখরায় গান চলবে সর্বক্ষণ। ১২ জন শিল্পী যন্ত্র সঙ্গীতে থাকবেন। বাউল আখরায় নিতাইদাস বাউল, সত্যানন্দদাস বাউল, রাধেশ্যামদাস বাউল, শিবসুন্দর দাস বাউল, কৃষ্ণদাস বৈরাগ্য, সঞ্জয়দাস বৈরাগ্য, উত্তমদাস বাউল, গৌতমদাস বাউল, বীরেনদাস বাউল, কার্তিকদাস বাউল, নিত্যগোপালদাস বাউল, দিবাকরদাস বাউল, আনন্দগোপালদাস বাউল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের একশো জন গায়ক গান গাইবেন।
তৃতীয় মঞ্চের নাম, ‘নাটকের আখরা।’ সেখানে বাংলাদেশে পাশাপাশি কলকাতা ও রাজ্যের বিভিন্ন নাটকের দল যোগ দেবে। লোক উত্সবের আহ্বায়ক রাজীব রায় বলেন, “আমরা কোনও সরকারি সাহায্য পাই না। গোবরডাঙার মানুষের সহযোগিতায় এই বড় অনুষ্ঠান চলে। সরকারি সাহায্য হলে অনুষ্ঠানটিকে আরও বড় মাত্রায় করা যেত।”