ট্রাকের ধাক্কায় মৃত্যু তিন জনের

ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল তিন প্রাক্তন বিএসএফ কর্মীর। পুলিশ জানায়, নদিয়ার বাসিন্দা ওই তিন জনের নাম জয়ন্তপ্রকাশ সরকার (৪৫), অখিল বিশ্বাস (৪২) এবং সুজিত সিংহ (৪২)। সোমবার দুপুরে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় তিনটি দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০২:১৪
Share:

ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল তিন প্রাক্তন বিএসএফ কর্মীর। পুলিশ জানায়, নদিয়ার বাসিন্দা ওই তিন জনের নাম জয়ন্তপ্রকাশ সরকার (৪৫), অখিল বিশ্বাস (৪২) এবং সুজিত সিংহ (৪২)।

Advertisement

সোমবার দুপুরে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় তিনটি দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা।

পুলিশ জানায়, জয়ন্তবাবুর বাড়ি হরিণঘাটা থানার বারাসত পাড়া, অখিলবাবুর বাড়ি কৃষ্ণগঞ্জ থানার বার্ণপুর আর সুজিতবাবুর বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙায়। সোমবার ওই তিন জন একটি গাড়িতে করে কাপড়ের ব্যবসার কাজে হরিণঘাটা-কাঁপা রোড ধরে বীজপুরের দিকে যাচ্ছিলেন। বেলা ১২টা নাগাদ বড়জাগুলিয়া মোড় থেকে বীজপুরের দিকে যেতে গিয়ে আমডাঙার ভালুখা মন্দির মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুুখি সংঘর্ষ হয়। প্রথমে স্থানীয় মানুষ পরে পুলিশ হাত লাগিয়ে দুমড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে কোনওমতে তিন জনকে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মারা গিয়েছেন সকলেই।

Advertisement

এই ঘটনার পরে ওই এলাকা সংলগ্ন হরিণঘাটা থানা এলাকার মুন্ডরির গোটা তিনেক দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযোগ, রাস্তার পাশের ওই হোটেলগুলিতে বেআইনি ভাবে মদ বিক্রি হয়।

সেখানে মদ্যপান করে অসতর্ক ভাবে গাড়ি চালাতে গিয়ে প্রায়শই এ রকম দুর্ঘটনা ঘটেছে। দিনের পর দিন এই পরিস্থিতি চললেও পুলিশ উদাসীন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement