গলায় ফাঁস লাগিয়ে বন্ধুকে খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
সাইকেল চুরির উদ্দেশে বন্ধুর গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুনের অপরাধে যাবজ্জীবন সাজা ঘোষণা হল এক দুষ্কৃতীর। বুধবার সেকেন্দার মণ্ডল নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে জেল হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার বসিরহাটের ফাস্ট ট্র্যাক প্রথম আদালতে বিচারক অমিত চট্টোপাধ্যায় ওই রায় ঘোষণা করেন। এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিচারক তাঁর রায়ে সেকেন্দার মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সেকেন্দারের নিকট আত্মীয় সামসুল হকের বাড়ি থেকে চোরাই সাইকেলটি উদ্ধার হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’ পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২০০৭ সালের জানুয়ারিতে বসিরহাট থানার বেগমপুর বিবিপুরে মেলা হচ্ছিল। বসিরহাটের কাজিরহাটি গ্রামের বাসিন্দা ইসাক মোল্লা সেখান থেকে নতুন একটি সাইকেল কেনে। অভিযোগ, ওই সাইকেল চড়ে মেলা দেখতে গিয়েছিল ইসাক ও সেকেন্দার। ওই রাতে সেকেন্দার বাড়ি ফিরলেও ইসাক ফেরেনি। পরদিন বেগমপুর বিবিপুরের কাছে সোনাতলায় সর্ষে খেতে ইসাকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শ্বাসরোধ করে তাকে খুন করার অভিযোগে সেকেন্দারকে গ্রেফতার করা হয়। জেরার মুখে সেকেন্দার জানায়, তারই নিকট আত্মীয় সামসুল হকের বাড়িতে ইসাকের নতুন সাইকেলটি রাখা আছে। পুলিশ সামসুলকেও গ্রেফতার করে। আসামী পক্ষের আইনজীবী হাজারিলাল সরকার বলেন, ‘‘আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।”
পানশালায় মারধর, পাল্টা হামলা নৈহাটির বাজারে
নিজস্ব সংবাদদাতা • নৈহাটি
একটি পানশালায় হামলার ঘটনাকে ঘিরে বুধবার রাতে তেতে ওঠে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নৈহাটির রাজেন্দ্রপুর মাছ বাজার এলাকা। হামলার আগে ওই পানশালায় এক জনকে মারধর করা হয়। সেই মারধরে জড়িত অভিযোগে পুলিশ পাঁচ বাউন্সারকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পানশালাটিতে নেশাগ্রস্ত এক ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে সেখানকার কর্মীদের বচসা বাধে। বাউন্সার দিয়ে তাঁকে মারতে মারতে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পানশালার বাইরেও ওই ব্যক্তিকে যখন মারধর করা হচ্ছিল সেই সময়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেতা পার্থসারথি পাত্র। বাউন্সারেরা তাঁর গাড়ির চালককেও মারধর করে বলে অভিযোগ। এরপরেই জনতা চড়াও হয়ে ওই পানশালায় ভাঙচুর চালায়। এলাকার লোকজন ঘটনার পর পানশালা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। ওই হামলায় পার্থসারথিবাবুর বিরুদ্ধে মদতের অভিযোগ তোলেন পানশালার মালিক অজয় ঘোষ। যদিও পার্থসারথিবাবুর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ জানাননি। অজয়বাবু বলেন, “ওই নেতার মদতেই কিছু লোক পানশালায় হামলা চালাল। বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রিত তোলাবাজদের দৌরাত্ম্যে এমনিতেই এখানে ব্যবসা করা যায় না। তার উপর এই ভাঙচুর।’’ অভিযোগ উড়িয়ে পার্থসারথিবাবুর দাবি, “আমি কেন হামলায় মদত দিতে যাব? রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এক জনকে মারা হচ্ছে দেখে বাধা দিই। তখন পানাশালার লোকজন আমাদের উপরেই চড়াও হন।”
তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বসিরহাটের রণজিৎ দে-র বাড়িতে লুঠ চালাল দুষ্কৃতীরা। —নিজস্ব চিত্র।
বাড়ির গেটের চাবি নকল করে, জানলা ভেঙে ঘরে ঢুকে প্রায় ১০ ভরি সোনার গয়না, নগদ পাঁচ হাজার টাকা-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বসিরহাটের নেওরার দিঘি যাওয়ার রাস্তায় ৩৮ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা রণজিৎ দে-র বাড়ির ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়ি বন্ধ করে স্ত্রী-কন্যাকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রণজিৎবাবু। বৃহস্পতিবার সকালে বাড়ি ঢুকতেই দেখেন সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি, শো-কেস ভাঙা। যদিও বাড়ির গ্রিলে এবং ঘরের দরজায় তালা লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা গ্রিলের তালার চাবি নকল করে তা দিয়ে গেট খুলে একটা জানলা ভেঙে ঢুকে লুঠপাট চালায়। সেই সময়ে দুষ্কৃতীরা ফ্রিজ খুলে জল ও খাবারও খেয়েছে তারা। প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে ঘরের মধ্যে আলো জ্বলতে দেখে তাঁরা মনে করেছিলেন, হয়তো রণজিৎবাবুরা বাড়ি ফিরে এসেছেন। সকালে উঠে দুঃসাহসিক চুরির কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধষর্ণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মগরাহাটের ঘটনা। পুলিশ জানিয়েছে, মামুদপুর গ্রাম থেকে ভুট্টো চক্রবর্তী নামে বছর সাতাশ বয়সের ওই যুবককে ধরা হয়েছে বলে পুলিশ জানায়। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নিদের্শ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে বছর আটেক বয়সের ওই ছাত্রীকে বাড়ি থেকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের বাগানে ডেকে নিয়ে গিয়ে ওই যুবক ধষর্ণ করে বলে অভিযোগ। পরে পরিবারের লোকজন জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার দুই ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ডহারবার
বাড়ি থেকে পালিয়ে যাওয়া দুই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীদের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্কুল ইউনির্ফম এবং বইখাতা সহ কালীনগর গ্রামের একটি পুকুর ঘাটে বসে ওই মেয়েদুটি কাঁদছিল। সেই দেখে গ্রাম থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের বাড়ির খোঁজ নিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেয়। কী কারণে তারা বাড়ি থেকে ট্রেনে করে পালিয়েছিল এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
কন্যাশ্রীর প্রশংসা করলেন সুনন্দা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
চলছে কর্মশালা। —নিজস্ব চিত্র।
বাল্যবিবাহ রোধে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকার প্রশংসা করলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সেন সুনন্দা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দেগঙ্গার বেড়াচাঁপায় এক পেক্ষাগৃহে বক্তব্য রাখতে গিয়ে তিনি। এ দিন মানব অধিকার রক্ষা কমিটির উদ্যোগে তিন দিনের এক কর্মশালার উদ্বোধনে এসেছিলেন সুনন্দাদেবী। মেয়েদের উপর নির্যাতন রুখতে পাড়ায় পাড়ায় মহিলাদের দল তৈরির কথা বলেন তিনি। একটি নাটিকা উপস্থাপনা করেন মেয়েরা।
অধ্যক্ষ অপসারণের প্রতিবাদে অনশন
নিজস্ব সংবাদদাতা • জগদ্দল
অধ্যক্ষের অপসারণের প্রতিবাদে এবং পরিকাঠামোর সমস্যা মেটানোর দাবিতে বৃহস্পতিবার থেকে রিলে অনশন শুরু করলেন কাঁকিনাড়ার একটি বেসরকারি আয়ুর্বেদিক কলেজের পড়ুয়ারা। কলেজ সূত্রে খবর, কিছু দিন ধরেই সেখানকার পরিচালন সমিতির সঙ্গে অধ্যক্ষ জয়দেব চট্টোপাধ্যায়ের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন অনুদানের টাকা খরচ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিলেন অধ্যক্ষ। ছাত্রছাত্রীরা আগাগোড়াই অধ্যক্ষের পক্ষে ছিলেন। এ দিনই অধ্যক্ষকে অপসারণ করা হয়। জয়দেববাবু বলেন, ‘‘দুর্নীতির প্রতিবাদ করেছিলাম। তাই হয়তো পরিচালন সমিতির আমাকে পছন্দ হয়নি।” চেষ্টা করেও কলেজ পরিচালন সমিতির কারও সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়নি।