Crime

তরোয়াল দিয়ে ‘খুন’ ভাইকে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৩
Share:

প্রতীকী ছবি।

পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার গোয়ালবাড়ি এলাকার কালীচরণপুর গ্রামে। মৃতের নাম হাফিজুল মণ্ডল (৩২)। ঘটনার পরে অভিযুক্ত দাদা রফিকুল পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পেশায় দিনমজুর হাফিজুল সন্ধ্যার পরে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। রাতে তাঁকে বাড়ির বাইরে ডাকে দাদা রফিকুল। দাদার ডাকে সাড়া দিয়ে হাফিজুল বাড়ির বাইরে আসেন। ফের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অভিযোগ, ঝগড়া চলাকালীন রফিকুল আচমকা একটি তরোয়াল বার করে ভাইয়ের বুকে ঢুকিয়ে দেয়। হাফিজুলের বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাফিজুল মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৈতৃক জমি ও একটি বড় পুকুরের ভাগ বাঁটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। দুই ভাইয়ের বাড়িও কাছাকাছি। রফিকুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনের ধারায় মামলা দায়ের করে তদন্তও শুরু হয়েছে রফিকুলের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement