Murder

দু’দিন নিখোঁজের পর কালভার্টের নীচে মিলল যুবকের পচাগলা দেহ! গোবরডাঙায় চাঞ্চল্য

পরিবারের অভিযোগ, রাজেশের ফোন থেকে একটি ফোন এসেছিল। এক জন বলেছিলেন, ‘‘জিআরপি থেকে বলছি। টাকা পাঠান।’’ এর পর পুলিশের দ্বারস্থ হন যুবকের বাবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬
Share:

শুক্রবার রাতেই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। এই খবর পৌঁছতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পড়ে এলাকায়। —প্রতীকী চিত্র।

৪৮ ঘণ্টার বেশি সময় নিখোঁজ ছিল এক যুবক। শেষে পেশায় টোটোচালক ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকায় যশোর রোডের পাশে একটি কালভার্টের নীচে ওই যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর মুখে এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল। বয়স ২৫ বছর। বাড়ি গোবরডাঙা থানার খাটুরা বিবেকপাড়া এলাকায়।

Advertisement

মৃতের বাবা জানান, বুধবার সকাল ১০টা নাগাদ ছেলে বাড়িতে আসে এবং মাকে বলে ভাত রান্না করার কথা। দু’মুঠো ভাত খেয়েই টোটো নিয়ে বেরোবেন বলে জানান ছেলে। খাওয়া-দাওয়া করেই টোটো স্ট্যান্ডে চলে যান। কিন্তু তার পর ছেলে আর বাড়ি ফেরেননি।

বুধবার বেলা ২টো নাগাদ ছেলের ফোন থেকে বাবার কাছে একটি ফোন আসে। ও প্রান্ত থেকে বলা হয়, ‘‘জিআরপি থেকে বলছি। ২,৫০০ টাকা ফোনপে (অনলাইন পেমেন্ট অ্যাপ) করে পাঠান।’’ তাতেই সন্দেহ হয় পরিবারের। জিআরপি কোনও কারণে ধরলে কেন ফোন করে টাকা চাইবে? ভাবতে থাকেন বৃদ্ধ। সাতপাঁচ ভেবে বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে গোবরডাঙা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

Advertisement

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পর শুক্রবার রাতেই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। এই খবর পৌঁছতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পড়ে এলাকায়। অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement