Murder

Canning: স্ত্রীকে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলায় খুন হতে হল স্বামীকে

মৃতের নাম একতার শেখ। বয়স ৪৫। একতার আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। গত ২১ বছর আগে হরিণদা এলাকায় কাজের সূত্রে এসে মরজান শেখকে বিয়ে করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৫
Share:

গ্রাফিক— সনৎ সিংহ

বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার তাম্বুলদহের হরিণদা এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

মৃতের নাম একতার শেখ। বয়স ৪৫। একতার আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। গত ২১ বছর আগে হরিণদা এলাকায় কাজের সূত্রে এসে মরজান শেখকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। বড় ছেলে কলকাতায় কাজ করেন। ছোট ছেলে থাকে মামার বাড়িতে। এরই মধ্যে একতারের বন্ধু এনামুল হকের সঙ্গে পরিচয় হয় মরজানের। এনামুলও মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা। তবে কাজ করেন মেটিয়াবুরুজে। একতার ও এনামুল ছোট থেকেই একে অপরের বন্ধু। সেই সূত্রেই একতারের জীবনতলার বাড়িতে এনামুলের যাতায়াত ছিল। এই ভাবেই ধীরে ধীরে মরজানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতেও একতারের বাড়িতে এসেছিলেন এনামুল। সেই সময় বাড়ি ছিলেন না একতার। পরে বাড়ি ফিরে স্ত্রী ও বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। এর পরেই বাড়িতে অশান্তি শুরু হয়। পুলিশের অনুমান, বিবাহ-বহির্ভুত সম্পর্কে প্রতিবাদ করায় একতারকে গলা টিপে বালিশ চাপা দিয়ে খুন করেন তাঁর স্ত্রী ও এনামুল। ঘটনার তদন্তে নেমে তাঁদের গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement