Deganga

কড়াকড়ি জারি হলেও দেগঙ্গার বাজারে ভিড় অন্য দিনের মতোই

এই পরিস্থিতিতেও দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে ধরা পড়ল অন্যান্য দিনের মতোই ভিড়ের ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৩:০১
Share:

দেগঙ্গার বাজারে ভিড়। নিজস্ব চিত্র।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে শুক্রবার সন্ধ্যা থেকে রাজ্যে কড়াকড়ির নির্দেশ দিয়েছে নবান্ন। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া দোকান-বাজার খোলা রাখার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই মতো জেলায় জেলায় শুরু হয়েছে কড়াকড়ি। কিন্তু উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও শনিবার সকাল থেকেই বেলা ১০টার মধ্যে বাজার-দোকান বন্ধের জন্য প্রচার চালিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে ধরা পড়ল অন্যান্য দিনের মতোই ভিড়ের ছবি।

Advertisement

ওই বাজারে সব্জি, মাছের বিক্রেতাদের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাজারে থাকা অধিকাংশ মানুষেরই মুখে নেই মাস্ক। পরিস্থিতির ভয়াবহতা বুঝলেও সেখানকার দোকানদারদের দাবি, ‘‘সকালে বাজার খুলে রাখার সময় আরও কিছুক্ষণ বেশি হলে ভাল হত।’’ সেই সঙ্গে অবশ্য এই কড়াকড়িকেও সমর্থন জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement