Road Renovation

চাঁদা তুলে রাস্তা সংস্কার করছেন গ্রামবাসীরা

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার কয়েক মাস ওই রাস্তাটি জলে ডুবে থাকে। স্থানীয় বাসিন্দাদের জল ভেঙে স্লুস গেট মোড়ে উঠতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ০৮:২৭
Share:

মাটি ফেলে রাস্তা উঁচু করা হচ্ছে। ছবি: দিলীপ নস্কর

ফি বছর বর্ষায় প্রায় কোমরসমান জলে ডুবে যায় রাস্তা। মগরাহাট ২ ব্লকের মগরাহাট পশ্চিম পঞ্চায়েতে মাহিতালাব দক্ষিণপাড়ার স্লুস গেট মোড় থেকে প্রায় ৫০০ মিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল। অভিযোগ, প্রশাসনকে বহু বার জানানো হলেও সংস্কার হয়নি। তাই বর্ষার আগে ভোগান্তি এড়াতে উদ্যোগী হলেন গ্রামবাসীরাই। চাঁদা তুলে শ্রমিক দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরি কাজ শুরু করেছেন তাঁরা।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার কয়েক মাস ওই রাস্তাটি জলে ডুবে থাকে। স্থানীয় বাসিন্দাদের জল ভেঙে স্লুস গেট মোড়ে উঠতে হয়। ওই মোড়ের কাছেই রয়েছে পানীয় জলের নলকূপ ও পাইপ লাইনের জলের ব্যবস্থা। বর্ষার সময়ে ছোট স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা কোলে করে পৌঁছে দেন। মগরাহাটে রয়েছে বড় বাজার। গ্রামবাসীরা গামছা পরে বেরিয়ে স্লুস গেট মোড়ে গিয়ে পোশাক বদলে বাজারে যান। রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেও ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় আলো না থাকায় বিকেলের পরে সমস্যা আরও বাড়ে। অভিযোগ, দীর্ঘ দিন জল পেরিয়ে হাঁটার ফলে চর্মরোগে প্রকোপ বাড়ে এলাকায়।

সমস্যা এড়াতে দিন তিনেক আগে থেকে গ্রামবাসীরা রাস্তা সংস্কার শুরু করেছেন। খালের মাটি কেটে রাস্তা উঁচু করার কাজ শুরু হয়েছে। শ্রমিকদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসী হীরা ঘরামি, জাকির শেখ, মুর্শিদ ফকিরেরা। তাঁদের সাহায্য করছেন গ্রামের মহিলারা। স্থানীয় বাসিন্দা সুরাইয়া খাতুন, মামনি খাতুন, চম্পা বিবিরা জানান, কয়েক বছর আগে গ্রামবাসীরা চাঁদা তুলে মাটি ফেলে রাস্তা উঁচু করেছিলেন। কিন্ত বর্ষায় মাটি ধুয়ে ফের রাস্তা নিচু হয়ে গিয়েছে।

Advertisement

মগরাহাটের বিধায়ক নমিতা সাহা বলেন, ‘‘আবেদন করলে সঙ্গে সঙ্গেই তো কাজ করা যায় না। ওঁরা নিজেরা কাজ করছেন। দরকার হলে নিশ্চয়ই ব্যবস্থা নেব।’’ মগরাহাট ২ বিডিও শেখ আব্দুলাহ বলেন, ‘‘বিষয়টি জানা নেই। গ্রামবাসীরা অভিযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement