প্রার্থী হওয়ার পরে সিপিএমে যোগ দিলেন রফিকুল ইসলাম

বসিরহাট উত্তর কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলেও সিপিএমের সদস্য ছিলেন না প্রাক্তন তৃণমূল নেতা রফিকুল ইসলাম। রবিবার বিকেলে হাসনাবাদের মুরারিশা চৌমাথায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের জেলা সম্পাদক গৌতম দেবের হাত ধরে সিপিএমে যোগ দিলেন তিনি। এ বারের সিপিএম প্রার্থী রফিকুল এর আগে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী হয়ে গৌতমবাবুর বিরুদ্ধেই বার তিনেক বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০১:৫০
Share:

সিপিএমের কর্মী সম্মেলনে রফিকুল। ছবি: নির্মল বসু।

বসিরহাট উত্তর কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলেও সিপিএমের সদস্য ছিলেন না প্রাক্তন তৃণমূল নেতা রফিকুল ইসলাম। রবিবার বিকেলে হাসনাবাদের মুরারিশা চৌমাথায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের জেলা সম্পাদক গৌতম দেবের হাত ধরে সিপিএমে যোগ দিলেন তিনি।

Advertisement

এ বারের সিপিএম প্রার্থী রফিকুল এর আগে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী হয়ে গৌতমবাবুর বিরুদ্ধেই বার তিনেক বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কোনও বার জিততে পারেননি। একদা ‘প্রতিদ্বন্দ্বী’কেই এ বার ভোট বৈতরণী পার করানোর দায়িত্বে গৌতমবাবু। তাঁর কথায়, ‘‘রফিকুল কাজের ছেলে, ভালো ছেলে। তাই ওকে প্রার্থী করা হয়েছে। ওকে আমাদের জেতাতেই হবে। রফিকুল প্রার্থী হওয়ার জন্য দলে আসেনি। ওই দলটাতে মান সম্মান থাকছে না বলেই ছাড়তে বাধ্য হয়েছে।’’ জোটের বার্তা দিতে মঞ্চে ছিলেন কংগ্রেস নেতা অসিত মজুমদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement