আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। —নিজস্ব চিত্র।
ভিন্ রাজ্যে গিয়ে প্রতারণা করার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার জয়নগরের দুই যুবক। নাগপুর সিটি পুলিশ তাদের গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুরের পার্দি থানা এলাকায় টাকা দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিল চার যুবক। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালানো হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, সোনারপুর এবং জয়নগরের চার যুবক মহারাষ্ট্রের পার্দিতে ফল কেনাবেচা করত। সেখানে তারা হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করার কায়দা দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের আস্থা অর্জন করে। স্থানীয় বাসিন্দাদের কয়েক জন তাদের ফাঁদে পা দেয়। এর পর তারা সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়।
এর পর প্রতারিতরা ১ অগস্ট পার্দি থানায় চার যুবকের বিরুদ্ধে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে পার্দি থানার পুলিশ তদন্ত শুরু করে। তাদের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে, সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এর পর নাগপুর সিটি পুলিশের পাঁচ জনের একটি দল দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছয়। সোনারপুর থেকে সৌমিক ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সৌমিক জয়নগরের অন্তর্গত বহড়ু এলাকার বাসিন্দা। তাকে জেরা করে ইদ্রিশ মিস্ত্রি নামে আরও এক জনের সন্ধান পাওয়া গিয়েছে। বাকি দু’জনের খোঁজও চালানো হচ্ছে।