বেআইনি মাটি কাটায় আটক ট্রাক

নদী বাঁধের গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময়ে তিনটি গাড়ি আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ চালককেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাদুড়িয়া শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০১:৪০
Share:

বাজেয়াপ্ত: ধরা হয়েছে মাটি-বোঝাই ট্রাক। ছবি: নির্মল বসু

নদী বাঁধের গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময়ে তিনটি গাড়ি আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ চালককেও।

Advertisement

সোমবার বাদুড়িয়ার ক্যাওটশা-রামচন্দ্রপুর রাস্তায় হুগলি গ্রামের কাছের ঘটনা। কয়েক দিন আগেও ঘোষপুরের দিক থেকে আসা একটি জেসিবি এবং ট্রাক-ভর্তি মাটি স্থানীয় ন’পাড়ায় আটক করেছিল বাদুড়িয়া থানার পুলিশ। ওই ঘটনায় দুই চালককে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় পুকুর বা নদীবাঁধের ধার থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। বেশির ভাগ ক্ষেত্রে ওই মাটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সম্প্রতি জেলা পুলিশের নির্দেশে মহকুমা পুলিশের পক্ষে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধে তৎপরতা শুরু হয়েছে। এ দিন মাটি কাটার খবর যায় বাদুড়িয়া থানায়। পুলিশ অ্যাকশনে নামে। পুলিশ জানায়, কার অনুমতিতে মাটি কাটা হচ্ছিল, সে সংক্রান্ত কোনও রকম নথি দেখাতে পারেননি চালকেরা।

Advertisement

বসিরহাট, সন্দেশখালিতে অবৈধ ভাবে মাটি কাটার জন্য দু’টি মামলা হয়েছে বলে জানান পুলিশের এক আধিকারিক। তিনি বলেন, ‘‘বিভিন্ন এলাকায় যে ভাবে নদী বাঁধ-লাগোয়া জায়গা থেকে অবৈজ্ঞানিক ভাবে মাটি শুরু হয়েছে, তাতে বাঁধের গোড়া আলগা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোড়া আলগা হলে যে কোনও সময়ে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হতে পারে।’’ তা ছাড়া, যত্রতত্র মাটি কাটায় প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement