ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দক্ষিণ ২৪ পরগনায়

রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও খুব কম। তবে সরকারি বাস চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৫:৪৭
Share:

দক্ষিণ ২৪ গরগনায় রেল অবরোধ। নিজস্ব চিত্র।

একাধিক ট্রেড ইউনিয়নের ডাকে বৃহস্পতিবারের সাধারণ ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ জায়গায়। বাজার খোলা থাকলেও দেখা মেলেনি ক্রেতাদের। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও খুব কম। তবে সরকারি বাস চলেছে। কিন্তু যাত্রীর সংখ্যা ছিল অন্যদিনের তুলনায় অনেকটাই কম।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘি, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, মহেশতলাতে বনধের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন বাম এবং কংগ্রেস কর্মীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর, বারাসাত, ডায়মন্ড হারবার-সহ একাধিক স্টেশনে অবরোধ বিক্ষোভ চলতে থাকে। বজবজ স্টেশনেও ট্রেন অবরোধ করেন বাম কর্মীরা। পরে অবশ্য বিক্ষোভ উঠে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দিন দুপুরে বিষ্ণুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement