Tiger

Royal Bengal Tiger: লঞ্চের আওয়াজ পেয়ে নদীর পাড় থেকে জঙ্গলে মিলিয়ে গেল বাঘ, দর্শনে খুশি পর্যটকরা

গত ১৭ মার্চ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন দশ জন পর্যটকের একটি দল। তাঁরা লঞ্চে চড়ে জঙ্গল ঘুরে দেখতে বেরোন। সেখানেই দু’বার ব্যাঘ্রদর্শন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৩:৩০
Share:

সুন্দরবন ভ্রমণে গিয়ে দু’বার বাঘদর্শন পর্যটকদের। নিজস্ব চিত্র

গরমের শুরুতে সুন্দরবন বেড়াতে গিয়ে বাঘের দেখা পেলেন পর্যটকরা। বৃহস্পতিবার এবং শুক্রবার পর পর দু’দিন বাঘের দেখা পেয়েছেন পর্যটকদের একটি দল। লঞ্চ থেকেই দেখা মিলেছে পারে থাকা বাঘের। চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা।
গত ১৭ মার্চ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন ১০ জনের ওই দলটি। এর পর তাঁরা লঞ্চে চড়ে জঙ্গল ঘুরে দেখতে বেরোন। বৃহস্পতিবার দোবাঁকি পার হয়ে যাওয়ার সময় পীরখালির জঙ্গলের কাছে তাঁরা একটি বাঘকে খাঁড়ি পেরিয়ে যেতে দেখেন। পরের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে পর্যটকদের ওই দলটি ফিরছিল মরিচঝাঁপি এবং হরিণখালি হয়ে। তারা ঝিলার জঙ্গলের কাছে ছোট চিলমারি খাঁড়িতে আরও একটি বাঘ দেখতে পায়। পর্যটকদের বক্তব্য, বাঘটি জঙ্গলের পাশে বসেছিল। লঞ্চের আওয়াজ পেয়েই জঙ্গল ধরে কিছুটা হেঁটে ফের জঙ্গলে ঢুকে যায়। মিনিট ২০ বাঘটিকে দেখতে পান পর্যটকরা। সেই মূহূর্তকে মোবাইলবন্দি করেন পর্যটকদের অনেকেই।

Advertisement

ওই দলে ছিলেন নবকুমার বেতাল এবং তাঁর স্ত্রী সোমাশ্রী। নবকুমারের কথায়, ‘‘দিন কয়েকের জন্য সুন্দরবন বেড়াতে এসেছিলাম। কিন্তু চোখের সামনে পর পর দু’দিন বাঘ দেখব এটা স্বপ্নেও ভাবিনি। বড় পাওনা, দ্বিতীয় দিন প্রায় আধ ঘণ্টা ধরে বাঘটাকে দেখতে পেয়েছি। অনেক বার সুন্দরবন বেড়াতে এসেছি। তবে এ বারের স্মৃতি সারা জীবন মনে থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement