Toto

যাত্রীর ফেলে যাওয়া টাকা ভর্তি ব্যাগ ফেরত দিলেন বনগাঁর টোটোচালক

টোটোতে উঠে টাকা ভর্তি ব্যাগ ফেলে চলে গিয়েছিলেন এক যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১২:৪১
Share:

যাত্রীকে টাকা ফেরাচ্ছেন টোটোচালক। নিজস্ব চিত্র।

টোটোতে উঠে টাকা ভর্তি ব্যাগ ফেলে চলে গিয়েছিলেন এক যাত্রী। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তা নজরে আসে টোটোচালকের। তা দেখে টাকা ভর্তি ব্যাগ থানায় জমা দেন চালক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

Advertisement

মঙ্গলবার রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায় টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন সমীর ঘোষ। সেখান থেকে কয়েক জন সমীরের টোটোতে ওঠেন। বনগাঁ স্টেশনে নেমে যান তাঁরা। যাত্রীরা নেমে চলে যাওয়ার পর সমীর লক্ষ্য করে টোটোর সিটে পড়ে রয়েছে ব্যাগ। তার মধ্যে টাকা ছিল বলে জানিয়েছেন সমীর।

টাকা ভর্তি ব্যাগের বিষয়টি স্থানীয় টোটো ইউনিয়নকে জানান সমীর। তার পর থানায় গিয়ে ওই ব্যাগ জমা দেন। ইতিমধ্যেই ব্যাগের মালিক থানায় ব্যাগ হারানোর অভিযোগ দায়ের করেন। সমীর থানায় যেতেই ব্যাগ ফেরত পান তিনি। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ব্যাগের মালিক গোপাল সেন। ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য টোটোচালককে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement