আহত তৃণমূল কর্মী। —নিজস্ব চিত্র।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বেলেগাছিতে। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন সহিদুল মোল্লা নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর তিনি তৃণমূল কর্মী। তাঁকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। সোমবার রাতে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত তৃণমূলের দুই গোষ্ঠীর নেতার দ্বন্দ্বের প্রেক্ষিতে। যুব তৃণমূল নেতা করিমুল্লা মোল্লা এবং তৃণমূল নেতা সইফুদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত হয় এলাকা। সোমবারের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিশ।
অভিযোগ, আহত ওই ব্যক্তির উপর এলোপাথাড়ি অস্ত্রের আঘাত করা হয়েছে। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোরও চেষ্টা হয়। তবে গুলি লেগেছে কি না, তা স্পষ্ট নয়। গুরুতর আহত তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।