রাতের দখল নিতে বুধবার পথে অশোকনগরের মেয়েরা। ছবি: সুজিত দুয়ারি।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে মেয়েদের রাত দখলের কর্মসূচি দেখে মনে হয়েছে, ‘সিপিএমের মাথা এখনও বেঁচে আছে’— শুক্রবার এই মন্তব্য করেছেন উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এ দিন তিনি এসেছিলেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। পরিষেবা নিয়ে বৈঠক করেন। সেখানেই বলেন, ‘‘২০১১ সালের ২০ মে সিপিএম নামক মানুষটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। হাত-পা নড়ছে না। কিন্তু মাথা বেঁচে আছে। মেয়েদের রাত দখলের কর্মসূচি সে কথাই প্রমাণ করল!’’
নারায়ণের দাবি, ‘‘সিপিএমের সাহস নেই নিজেদের ব্যানার-পতাকা সামনে রেখে মিছিল করার। কারণ, তা করলে একটাও মানুষ আসবেন না। তাই অরাজনৈতিক তকমা দিয়ে আরজি করের ঘটনার ভাবাবেগকে কাজে লাগিয়ে মানুষকে রাস্তায় বের করেছে। পরে মানুষ বুঝতে পেরেছেন, সিপিএম ব্যানার লুকিয়ে রেখে এই কর্মসূচি নিয়েছে।’’
সিপিএম নেতাদের উদ্দেশ্যে নারায়ণের আহ্বান, ‘‘যদি মৃত চিকিৎসকের প্রতি দরদ থাকত, তা হলে আজ মুখ্যমন্ত্রীর মিছিলে হাঁটতে যেতেন।’’
এ বিষয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সত্যসেবী করের কটাক্ষ, ‘‘বুধবার রাতে রাজ্যজুড়ে নারীশক্তির স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে যদি কারও মাথা খারাপ হয়ে যায়, তা হলে কী বা বলার থাকতে পারে!’’
এ দিন হাসপাতালে পরিষেবা নিয়ে বৈঠকে নারায়ণ ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক, হাসপাতাল সুপার, অশোকনগর থানার ওসি। হাসপাতালে ঢোকার মুখে এলাকার কিছু বাসিন্দা নারায়ণের কাছে নালিশ জানান, হাসপাতালে অস্থায়ী পদে বাইরে থেকে অনেকেই টাকার মাধ্যমে চাকরি পাচ্ছেন। অথচ স্থানীয়রা সুযোগ পাচ্ছেন না। ভাল কাজ করছেন সহকারী সুপার, তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করাহচ্ছে। বৈঠক শেষে নারায়ণ জানান, সহকারী সুপারকে সরিয়ে দেওয়ার চক্রান্তের বিষয়ে তিনিও শুনেছেন।এ নিয়ে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কেউ কোনও মন্তব্য করেননি।