Falta

রাতের অন্ধকারে ফলতায় বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২২:৪০
Share:

নিজস্ব চিত্র।

রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফলতার জাফরপুরের বড়পুকুর এলাকায়। আরও অভিযোগ, বিষয়টি থানায় জানানো হলেও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ বঙ্গনগর অঞ্চলের তৃণমূল সভাপতি নাজমুল মণ্ডল ও বঙ্গনগর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ গুড়ের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। বিজেপির ফলতা-৪ মণ্ডলের সহ-সভাপতি সন্তোষ সামন্তের বাড়ি লক্ষ্য করে লাগাতার ইট পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। তাঁর বাড়ির দরজা-জানলা ভেঙে ফেলা হয়।

অন্য দিকে, বিজেপি কর্মী রঞ্জিৎ সানার বাড়িতে ঢুকে আলমারি, খাট-সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁর বাড়িতে থাকা নগদ টাকাও হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। হামলার সময় রঞ্জিৎ বাড়িতে ছিলেন না। ভয়ে তাঁর স্ত্রী ও কন্যা রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ছাড়াও রবিন মণ্ডল এবং পালান মণ্ডলের বাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পালান মণ্ডলের মেয়ে পল্লবীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, পিকনিকে বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়েছিল। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement