অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি-কাণ্ডে আটক। —ফাইল চিত্র।
বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা উদ্ধার এবং বোমাবাজি ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুনের বাড়ির সামনে একাধিক বার বোমাবাজির অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তভার আগেই দেওয়া হয়েছিল এনআইএ-র উপর। এর মধ্যে গত ১২ মার্চ অর্জুনের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ৪৫টি বোমা। ওই ঘটনার প্রেক্ষিতে এনআইএ ভাটপাড়া পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংহকে আটক করেছে। দীর্ঘ ক্ষণ জেরার পর নমিতকেও আটক করা হয়।
বৃহস্পতিবার ওই কাণ্ডের তদন্তে যায় এনআইএ-র পাঁচ সদস্যের একটি দল। ওই ঘটনায় টানা জিজ্ঞাসাবাদ করা হয় নমিত এবং তাঁর মা সুনীতাকেও। এর পর নমিতকে আটক করা হয়।