Tiger census in Sundarbans

সোমবার বাঘসুমারি শুরু সুন্দরবনে, বসবে ট্র্যাপ ক্যামেরা, সজনেখালিতে প্রশিক্ষণ বনকর্মীদের

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানান, ব্যাঘ্রপ্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত বনাঞ্চলে মোট ৭৩২টি জায়গায় ১,৪৬৪টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৮:৩২
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

সুন্দরবনে আগামী ২৭ নভেম্বর থেকে বাঘ গণনা শুরু হতে চলেছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পাশাপাশি লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা বনভূমিতেও হবে সুমারির কাজ। বৃহস্পতিবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের অধীন সজনেখালি রেঞ্জ অফিসে বনকর্মীদের ট্র্যাপ ক্যামেরা বসানোর প্রশিক্ষণপর্বের শেষে এ কথা জানানো হয়েছে।

Advertisement

প্রথম ধাপে পুরো ব্যাঘ্রপ্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের নির্বাচিত কয়েকটি অংশে বসানো হবে ট্র্যাপ ক্যামেরা। পরবর্তী পর্যায়ে বসবে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত অন্য বাদাবন অঞ্চলগুলিতে। চূড়ান্ত পর্বে প্রতিটি ছবি মিলিয়ে শরীরের ডোরাকাটা দাগের ধরন দেখে প্রত্যেক বাঘকে আলাদা ভাবে শনাক্ত করা হবে। জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, ‘‘ব্যাঘ্রপ্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত বনাঞ্চলে মোট ৭৩২টি জায়গায় ১,৪৬৪টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। প্রথম দফায় ট্র্যাপ ক্যামেরা বসানো হবে ২৭ নভেম্বর। তা বসানো থাকবে ৩৫ দিন। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ছবি ওঠার পর ক্যামেরাগুলি তুলে আনা হবে জঙ্গল থেকে।’’ তিনি জানান, দ্বিতীয় দফায় জানুয়ারির ১৪ তারিখে বাঘের সন্ধান পেতে পাতা হবে ক্যামেরার ‘ফাঁদ’।

Advertisement

বৃহস্পতিবার সজনেখালিতে প্রশিক্ষণপর্বে যোগ দিয়েছিলেন ৫০ জন বনকর্মী। ছিলেন, সুন্দরবন ব্যাঘ্র্র প্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের আধিকারিকেরাও। প্রসঙ্গত, গত বার বাঘ সুমারিতে সুন্দরবনে মোট ১০১টি বাঘের উপস্থিতি চিহ্নিত হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement