প্রতীকী চিত্র।
করোনার জেরে দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পর্যটন ব্যবসা। আর তাই শীতে নোনাজল আর ম্যানগ্রোভের টানে সুন্দরবনেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সুন্দরবনও নিরাশ করছে না তাঁদের। শুক্রবারই যেমন এক দল পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল ৩টি রয়্যাল বেঙ্গল টাইগার।
শুক্রবার কলকাতা থেকে আসা ২২ জন পর্যটকের একটি দল সুন্দরবন ভ্রমণে আসেন। বাসন্তীতে সোনাখালি জেটিঘাট থেকে একটি লঞ্চে ওঠেন। সবার মতো সুন্দরবনের রাজার দেখা পাওয়ার আশা নিয়েই গিয়েছিলেন তাঁরা। তবে সব পর্যটকের কপালে হলুদ-কালো ভয়ঙ্কর সুন্দর ওই প্রাণীটির দর্শন জোটে না। কিন্তু এই পর্যটকদের কপাল যেন একটু বেশিই ভাল ছিল। একটি দু’টি নয়, ৩টি বাঘের দেখা পেলেন তাঁরা।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ভিতর দোঁ-বাকির জঙ্গলে নদীপথে ভ্রমণের সময় পর্যটকরা ৩টি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান। পর্যটকরা জানিয়েছেন, ২টি বাঘ বসে ছিল নদী লাগোয়া জঙ্গলের ধারে। আর একটি বাঘ নদীতে সাঁতরে পাড়ে উঠে জঙ্গলে ঢুকে যায়। বিরল সেই দৃশ্য ক্যামেরাবান্দি করতে ভোলেননি তাঁরা। সুন্দরবন বেড়াতে এসে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে খুশি পর্যটকরাও।