rape

তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তান্ত্রিক

অভিযোগ, এক বছর ধরে শিবু ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে। বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৫
Share:

প্রতীকী ছবি।

তরুণীকে ধর্ষণের অভিযোগের এক তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার হুদা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিবু মজুমদার। অভিযোগ, এক বছর ধরে শিবু ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে।
বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তি নানা বুজরুকির ঘটনায় জড়িত। মানুষকে প্রতারণা করত।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ি তান্ত্রিকের। সেখানে মন্দির আছে। তন্ত্রসাধনা করে। অনেক মানুষ সমস্যা থেকে মুক্তি পেতে শিবুর কাছে আসতেন। টাকার বিনিময়ে ঝাড়ফুঁক-তুকতাক করে মানুষকে তাবিজ-কবজ দিত সে।
পুলিশ জানিয়েছে, তরুণীর মাকে শিবু ‘ধর্মমেয়ে’ পাতিয়েছিল। সেই সূত্রে তরুণীকে ‘নাতনি’ বলে ডাকত মাঝবয়সী শিবু। বছরখানেক আগে তরুণীর পেটের সমস্যা দেখা দিয়েছিল। মায়ের সঙ্গে তান্ত্রিকের বাড়ি গিয়েছিলেন তিনি। অভিযোগ, পেটের যন্ত্রণা কমাতে কিছু একটা খেতে দেয় শিবু। তা খেয়ে তরুণী জ্ঞান হারান। সেই সুযোগে শিবু তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই ঘটনার পর শিবু একাধিক বার তরুণীকে নিজের বাড়িতে ডেকে এনে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। তরুণীর কথায়, ‘‘ওই তান্ত্রিক আমাকে এবং আমার পরিবারের লোকজনের ক্ষতি করার ভয় দেখাত। সে জন্যই ওর কাছে যেতে হয়েছিল।’’ পুলিশ জানিয়েছে, শনিবার শিবু রাস্তা থেকে তরুণীকে জোর করে স্কুটিতে তুলে নির্মীয়মাণ তিনতলা একটি বাড়িতে নিয়ে গিয়ে সেখানেও ধর্ষণ করে। এরপরেই তরুণী পুলিশের দ্বারস্থ হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement