ধৃত ছাত্র। নিজস্ব চিত্র।
বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলের ইংরেজির শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার হাইস্কুলের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইজাজ মোল্লা। ১৭ বছরের ওই ছাত্রের বাড়ি ডায়মন্ড হারবার থানার বড়িয়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মঙ্গলবার বিকেলে এক ইংরেজির এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ইজাজের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের গেটের বাইরে পুলককান্তি গোরা নামে ওই শিক্ষককে বেধড়ক পেটায় সে। পরে স্থানীয় বাসিন্দারা ইংরেজি শিক্ষককে উদ্ধার করেন।
এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। সে অভিযোগের ভিত্তিতেই ইজাজকে গ্রেফতার করে পুলিশ। এসডিপিও মিতুনকুমার দে বলেন, ‘‘শিক্ষককে মারধরের অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছি আমরা।’’ বুধবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।