মাটির-গাড়ি: আটক করা হয়েছে। নিজস্ব চিত্র
ইটভাটাতে নিয়ে যাওয়ার আগে মাটি বোঝাই পাঁচটি ট্রাক্টর আটক করল পুলিশ। বেআইনি ভাবে ওই মাটি নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচ চালককে। শনিবার রাতে বাদুড়িয়ার তারাগুনিয়া গ্রামের কাছ থেকে ট্রাক্টরগুলি ধরা হয়।
পুলিশ জানায়, কয়েক বছর ধরে একটি অসাধু চক্র বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার নদী বা পুকুর থেকে অবৈধ ভাবে মাটি কেটে বা বালি তুলে চড়া দামে ইটভাটায় বিক্রি করছে। বিশেষ করে ইছামতীর চরের মাটি কাটার ফলে নদীবাঁধ দুর্বল হচ্ছে বলে অভিযোগ মিলছিল। প্রশাসনের নির্দেশমতো সম্প্রতি শুরু হয় ধরপাকড়। কয়েক দিন আগেই বাদুড়িয়ার হুগলি গ্রামের কাছ থেকে এবং ন’পাড়া থেকে মাটি ও বালি ভর্তি কয়েকটি ট্রাক্টর, জেসিবি যন্ত্র আটক করা হয়। গ্রেফতার করা হয় গ্রেতার করা হয় এবং চালকদের।
তবে, কিছু ট্রাক্টর-চালক ধরা পড়লেও মাটি কারিবারিদের কেউ ধরা না-পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁরা মনে করছেন, মূল কারবারিরা ধরা না-পড়লে মাটি কাটা বন্ধ হবে না। ওই কারবারিদের সঙ্গে পুলিশেরও একাংশের যোগ রয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। পুলিশ অবশ্য সেই অভিযোগ মানেননি। তবে, যে ভাবে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁ বা সন্দেশখালির বিভিন্ন নদী-পুকুর থেকে মাটি কাটা হচ্ছে বা বালি তোলা তাতে পরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।