kakdwip

কাকদ্বীপ স্টেশন লাগোয়া বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত ২০ ঝুপড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ স্টেশন লাগোয়া বস্তির একটি ঝুপড়িতে একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২৩:২১
Share:

দাউ দাউ করে জ্বলছে বস্তি। নিজস্ব চিত্র।

ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল অন্তত ২০টি ঝুপড়ি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশন লাগোয়া এলাকায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ স্টেশন লাগোয়া বস্তির একটি ঝুপড়িতে একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। দ্রুত পাশের ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে স্থানীয়রা সাময়িক ভাবে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন ক্রমশ বিধ্বংসী আকার নিতে থাকে।

খবর পেয়েই কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউদাউ করে জ্বলছে গোটা বস্তি। আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement