corona

Casve Syndrome: ‘কেভ সিনড্রোম’ থেকে কী ভাবে মুক্তি পড়ুয়াদের? আলোচনায় বারাসত গার্লস হাই স্কুল

অষ্টম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে পেরে খুশি তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৬:৩৩
Share:

বারাসত গার্লস হাই স্কুলে আলোচনা সভা। —নিজস্ব চিত্র।

পড়ুয়াদের ‘কেভ সিনড্রোম’ থেকে মুক্ত করতে অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করল বারাসত গার্লস হাই স্কুল। রবিবার মূলত অষ্টম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে পেরে খুশি তাঁরা।
বারাসাত গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বসু বলেন, ‘‘আর কিছু দিনের মধ্যেই অষ্টম শ্রেণির পড়ুয়ারা উঠবে নবমে। আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলেনি বটে, কিন্তু নবমে উঠলে আসতে হবে স্কুলে। তাই প্রায় দু’বছর বাদে যে সব পড়ুয়া স্কুলে আসবে, তাদের দ্বিধাদ্বন্দ্ব কাটাতেই এমন আলোচনা সভার আয়োজন করা হয়।’’

Advertisement

আলোচনা সভার বক্তা ছিলেন সমাজকর্মী সুরভি সরকার। তিনি বলেন, ‘‘পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে স্কুলে না আসার ফলে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অভিভাবকদের দূরত্ব তৈরি হয়েছিল। এই সেমিনারের ফলে সেই দূরত্ব ঘুচল। সব স্কুলেই এমন আলোচনা বার বার করা প্রয়োজন।’’ আর এক বক্তা চিকিৎসক এনবি কাঞ্জিলাল বলেন, ‘‘এটা অভিনব উদ্যোগ। পড়ুয়াদের অহেতুক করোনা ভয় কাটাতে এমন উদ্যোগ অভিনব এবং প্রশংসনীয়।’’ আলোচনায় যোগ দিয়ে খুশি অভিভাবকরাও। তাঁদের মধ্যে বেবি সরকার নামে এক জন বলেন, ‘‘বাড়িতে থাকার চেয়ে মেয়ে স্কুলে আসুক, আমরা এটাই চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement