রাস্তা যেন ডোবা,বাড়ছে দুর্ঘটনা

উঠে গিয়েছে পিচ। তৈরি হয়েছে গর্ত। বর্ষার বৃষ্টিতে ছোট ডোবার চেহারা নিয়েছে রাস্তা। ঘটকপুকুর-বারুইপুর রোডের বর্তমান অবস্থা এমনই। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের আশ্বাস, বর্ষা মিটলেই সংস্কারের কাজ শুরু হবে। আপাতত ইট দিয়ে গর্ত বোঝানোর কাজ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০০:৪৬
Share:

খন্দপথেই যাতায়াত। নিজস্ব চিত্র।

উঠে গিয়েছে পিচ। তৈরি হয়েছে গর্ত। বর্ষার বৃষ্টিতে ছোট ডোবার চেহারা নিয়েছে রাস্তা। ঘটকপুকুর-বারুইপুর রোডের বর্তমান অবস্থা এমনই। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের আশ্বাস, বর্ষা মিটলেই সংস্কারের কাজ শুরু হবে। আপাতত ইট দিয়ে গর্ত বোঝানোর কাজ চলছে।

Advertisement

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর স্টেট ব্যাঙ্কের সামনে ওই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই দায়। ওই এলাকাতেই একটি পুকুরের পাড় ভেঙে জল উঠে এসেছে রাস্তায়। ফলে রাস্তায় কোথায় গর্ত রয়েছে সেটাই বোঝা মুশকিল। ভাঙড় ১ এর বিডিও মহুয়া বন্দোপাধ্যায় রাস্তাটির খারাপ দশার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, ‘‘ওই রাস্তার জমা জল পাম্প করে বের করা হলেও বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’’ভাঙড় ব্লকের মহকুমা শহর হল বারুইপুর। তাই ভাঙর এলাকার মানুষকে প্রায়ই নানা প্রয়োজনে বারুইপুরে যেতে হয়। সেই যাতায়াতে প্রধান ভরসা ঘটকপুকুর-বারুইপুর রোড। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার পাশে রয়েছে স্কুল, ব্যাঙ্ক-সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম, অনিমেষ মণ্ডলদের ক্ষোভ, বার কয়েক ইট দিয়ে রাস্তার গর্ত বোজানো ছাড়া ওই রাস্তাটির সেভাবে সংস্কার হয়নি।জেলা পরিষদের তৃণমূলের সদস্য কাইজার আহমেদ বলেন, ‘‘বর্ষার কারণে ওই রাস্তায় কাজ করা যাচ্ছে না। তবে আপাতত মেরামতির জন্য কিছু কাজ করা হয়েছে।’’পূর্ত দফতরের এক বাস্তুকার জানান, বৃষ্টির জন্য সংস্কার করা না গেলেও ইট দিয়ে গর্তগুলি বোজানো চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement