Blanket Winter

আলমারির অন্ধকার থেকে কম্বল বেরিয়ে পড়েছে? কী ভাবে যত্ন নেবেন শীতযাপনের সঙ্গীর?

শীতে শুধু কম্বলের উষ্ণ ওম নিলে হবে না। যত্নও নিতে হবে সাধ্যমতো। কী ভাবে করবেন শীতযাপনের সঙ্গীর যত্নআত্তি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

পাক্কা এক বছর পর দেখা।

Advertisement

গত শীতে শেষবার দেখা হয়েছিল। তার পর তার জায়গা হয়েছিল বড় বাক্সের অন্ধকারে, কিংবা আলমারির গলিঘুঁজিতে। শীতের আমেজ পড়তেই আবার তাকে মনে পড়েছে বাঙালির। আর তাই তড়িঘড়ি মহা আপ্যায়ন করে বার করা হয়েছে। আগামী কয়েকটি মাস সে বাঙালির সঙ্গী। কথা হচ্ছে কাঁথা-কম্বলদের নিয়ে। শীতে এদের ছাড়া বাঙালির কী বা দিন, আর কী বা রাত্রি। তবে, শীতে শুধু কম্বলের উষ্ণ ওম নিলে হবে না। যত্নও নিতে হবে সাধ্যমতো। কী ভাবে শীতযাপনের সঙ্গীর যত্নআত্তি করবেন ?

১) শীতের মরসুম জুড়ে মাঝে মাঝেই আলো-বাতাসে মেলে দিন কম্বল। খুব ভাল হয়, যদি শুকনো কম্বল ঝুলিয়ে রেখে ভাল করে ঝাড়তে পারেন। এতে সহজেই ধুলো চলে যায়। আবার কম্বল আরামদায়কও হয়ে ওঠে।

Advertisement

২) হাতের কাছে রেখে দিন পুরনো ব্রাশ। দেখবেন এর ব্রিসলগুলি যেন নরম হয়। এ বার ওটা দিয়ে ধীরে ধীরে কম্বল ব্রাশ করতে থাকুন। পরিষ্কার জায়গায় কম্বল বিছিয়ে একই দিকে ব্রাশ করবেন। তা হলে কম্বলে আটকে থাকা ধুলো বেরিয়ে যাবে।

৩) নিতান্ত ময়লা না হলে কম্বল চট করে কাচবেন না। যদি কাচতেই হয়, তা হলে আগে ঠান্ডা জলে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উলের জন্য নিরাপদ এমন কোনও ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করুন। গরম জল একদমই দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement