Coronavirus in West Bengal

রিজ়ার্ভ অফিসারেরা বহাল হবেন নরেন্দ্রপুর থানায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৭:৩৮
Share:

ছবি সংগৃহীত

গত এক সপ্তাহে কলকাতা শহর লাগোয়া নরেন্দ্রপুর থানায় সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মী মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ছয়। আক্রান্তদের সংস্পর্শে থাকার কারণে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে আরও ১৫ জন হোম কোয়রান্টিনে রয়েছেন।

Advertisement

ফলে আইনশৃঙ্খলা-পরিস্থিতি বজায় রাখতে বারুইপুর জেলা পুলিশের সদর দফতরের রিজ়ার্ভ অফিসারদের ওই থানার ডিউটিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।

প্রসঙ্গত, বারুইপুর পুলিশ জেলার অধীনের ১৭টি থানায় এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মী মিলিয়ে প্রায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি সদর দফতরের কয়েক জন অফিসারও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশকর্তাদের কথায়, ‘‘কয়েক জন অফিসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পরে তাঁরা আপাতত সুস্থ হয়েছেন। তবে তাঁদের সংস্পর্শে থাকা বাকি অফিসারেরা হোম কোয়রান্টিনে চলে যাওয়ায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সদর দফতর থেকে বিভিন্ন থানায় অফিসার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে।’’ কয়েকটি ক্ষেত্রে পার্শ্ববর্তী থানাগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ওই সব থানাকে বলা হয়েছে আশপাশের এলাকায় নজরদারি চালাতে।

পুলিশকর্তারা বলেন, ‘‘থানা ও গাড়িগুলি নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে। তা ছাড়া পারস্পরিক দূরত্ব ও সংক্রমণ প্রতিরোধে সব রকম ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে।

সংক্রমণ দ্রুত বাড়তে থাকলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণে সমস্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মীকে সংক্রমণ প্রতিরোধে কোনও রকম অবহেলা না করতে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement