Sagar Island

মেলার টানে ছাব্বিশ বছর ধরে গঙ্গাসাগরে আসছেন সোমনাথ

কলকাতার হেদুয়ার বাসিন্দা, বছর তেষট্টির সোমনাথ ভদ্র এই নিয়ে টানা ২৬ বছর সাগরে আসছেন। বিএসএনএলে চাকরি করতেন তিনি। সেই সূত্রেই প্রতি বার গঙ্গাসাগর মেলায় কাজ পড়ত তাঁর।

Advertisement

সমরেশ মণ্ডল

গঙ্গাসাগর শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ০৮:২৩
Share:

সোমনাথ ভদ্র। নিজস্ব চিত্র

রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর চেহারার মিল নিয়ে সমাজ মাধ্যমে চর্চা হয়েছে বিস্তর। কাঁচা-পাকা চুল আর লম্বা দাড়ি-সহ তাঁর ছবি ভাইরাল হতে সময়ে নেয়নি। ফি বছর ২৫ বৈশাখে রবীন্দ্রনাথের পাশাপাশি তাঁর ছবিও ঘুরে ফিরে আসে সমাজ মাধ্যমের টাইম লাইনে। এ বার সেই ‘রবি ঠাকুরের’ দেখা মিলল গঙ্গাসাগর মেলায়।

Advertisement

কলকাতার হেদুয়ার বাসিন্দা, বছর তেষট্টির সোমনাথ ভদ্র এই নিয়ে টানা ২৬ বছর সাগরে আসছেন। বিএসএনএলে চাকরি করতেন তিনি। সেই সূত্রেই প্রতি বার গঙ্গাসাগর মেলায় কাজ পড়ত তাঁর। সেই সূত্রে ২২ বছর এসেছেন মেলায়। অবসর নেওয়া পরেও গঙ্গাসাগর মেলার টান কাটিয়ে উঠতে পারেননি।

সোমনাথের কথায়, ‘‘গঙ্গাসাগর মেলায় দীর্ঘ বাইশ ডিউটি করেছি। মেলায় বিএসএনএলের পরিষেবায় কোনও সমস্যা হলে দ্রুত সেখানে পৌঁছে সমাধান করতাম। মেলার প্রতি আলাদা একটা টান তৈরি হয়েছে। সে জন্যই অবসরের পরেও ছুটে আসি।’’

Advertisement

অবসর নিলেও প্রতি বার মেলায় এসে বিএসএনএলের কর্মীদের কাজে সাহায্য করেন সোমনাথ। বলেন, ‘‘ওঁরা ভালবেসে কাজে নেন আমাকে। আমিও যতটা সম্ভব সাহায্য করি।’’

গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের এ বার শংসাপত্র দিচ্ছে প্রশাসন। সোমনাথও পেয়েছেন সেই শংসাপত্র। তাঁর কথায়, ‘‘এত বছর মেলায় আসছি। এই প্রথম সরকারি একটি শংসাপত্র পেলাম। খুব ভাল লাগছে। যত দিন সুস্থ থাকব, প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement