পরিষেবা: মিলল কার্ড।
ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসায় খরচ পড়বে প্রায় ৩ লক্ষ টাকা। কিন্তু এত টাকা বা আসবে কোথা থেকে? বিপাকে পড়েছিলেন মথুরাপুর ১ ব্লকের বছর ছত্রিশের যুবক দেবপ্রসাদ গায়েনের পরিবার। খবর পেয়ে বুধবার পরিবারটিকে দুয়ারে সরকার কর্মসূচিতে যোগাযোগ করার পরামর্শ দেন স্থানীয় ব্লক তৃণমূল যুব সভাপতি বাপি হালদার। এ দিনই দেবপ্রসাদের স্ত্রী তাপসীর হাতে কার্ড তুলে দিয়েছে প্রশাসন।
তাপসীরা থাকেন গড়িয়ায়। মথুরাপুর ১ ব্লকের নালুয়া দত্তেরচক গ্রামের যুবক দেবপ্রসাদ ৭ জানুয়ারি কারখানার কাজ সেরে রাতে ফেরার সময়ে দুর্ঘটনার কবলে পড়েন। বুকে ও দুই পায়ে আঘাত লাগে। একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে যান হাসপাতালে। কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরেও বেড মেলেনি বলে অভিযোগ।
ফের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে অস্ত্রোপচার বাবদ খরচ বলা হয়েছিল ৭-৮ লক্ষ টাকা। দেবপ্রসাদকে নিয়ে চেন্নাইয়ের ভেলোরে যান আত্মীয়েরা। সেখানে প্রায় ৩ লক্ষ টাকা লাগবে বলে জানানো হয়েছে।
টাকার সমস্যার কথা জানতে পারেন বাপি। এ দিনই আবেদন করে কার্ড পেয়েছেন স্ত্রী। তাপসী জানান, এক আত্মীয়কে নিয়ে এ দিনই ভেলোরে রওনা দিচ্ছেন। বাপি বলেন, ‘‘রোগী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এই আশা করছি।’’ মথুরাপুর ১ বিডিও তারাশঙ্কর প্রামাণিক বলেন, ‘‘এ ধরনের দুর্ঘটনাজনিত কারণে জখম হয়ে এর আগে দু’জনকে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়ে টাকার ব্যবস্থা করা হয়েছিল। আবার আজ ভিন্ রাজ্যে ভর্তি থাকা রোগীর চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে কার্ড করে দেওয়া হল।’’