সেই শিশুটি। নিজস্ব চিত্র
আড়াই মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার দক্ষিণ শহরতলির বজবজ থানার বীরেন ঘোষ রোড এলাকার বাসিন্দা শেখ ফিরোজ ও সাইমা বিবি ঘুম থেকে উঠে দেখেন বিছানায় তাঁদের শিশুপুত্রের দেহ পড়ে। এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলেন, শিশুটির বাবা ফিরোজই মত্ত অবস্থায় খুন করেছেন। এলাকাবাসীর একাংশ ফিরোজকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেন। এর পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করলে ঘেরাও ওঠে। পুলিশ শিশুটির বাবা ও মাকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।
এক তদন্তকারী অফিসার সোমবার জানিয়েছেন, সাইমাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ফিরোজ দিনমজুর। তিনি নিয়মিত নেশা করেন। এমনকী মত্ত অবস্থায় স্ত্রীর সঙ্গেও ঝগড়াও করেন। কিন্তু ছেলের মৃত্যুতে সাইমা স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।
পুলিশ শিশুটির দেহের ময়না তদন্তের প্রয়োজনে ফিরোজ ও সাইমাকে কাঁটাপুকুর মর্গে পাঠায়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শিশুটির জন্মগত শ্বাসজনিত সমস্যা ছিল। তদন্তকারীদের অনুমান, তা থেকেই ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তকারীরা জানিয়েছেন, শিশুটির শ্বাসযন্ত্রের কিছু অংশ আলাদা রাখা হয়েছে। পরে ফের ওই অংশের ময়না তদন্ত করা হবে। তবে আপাতদৃষ্টিতে শিশুটির দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানায় পুলিশ।