Dog

চোরাই কারবারের তদন্ত করতে গিয়ে জার্মান শেফার্ডের কামড় খেল পুলিশ! জখম এএসআই

পুলিশ সূত্রে খবর, একটি চোরাই কারবারের অভিযোগের ভিত্তিতে রানিয়ার বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী দীপক সাহা ওরফে বাবুর বাড়িতে যায় পুলিশের একটি দল। ওই বা়ড়িতে অ্যালসেশিয়ান কুকুর ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নরেন্দ্রপুর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৫:০৬
Share:

কুকুরের কামড় খেল পুলিশ। প্রতীকী ছবি।

চোরাই কারবারের তদন্ত করতে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ। সোমবার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। কুকুরের কাম়ড়ে আহত হয়েছেন নরেন্দ্রপুর থানার এএসআই অর্ণব চক্রবর্তী। তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি চোরাই কারবারের অভিযোগের ভিত্তিতে রানিয়ার বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী দীপক সাহা ওরফে বাবুর বাড়িতে যায় পুলিশের একটি দল। ওই বা়ড়িতে অ্যালসেশিয়ান কুকুর ছিল। এক দল উর্দিধারীকে বা়ড়ির গেটের সামনে দেখে কুকুরটি চিৎকার শুরু করে। পুলিশের তরফে কুকুরটিকে বেঁধে রাখার জন্য বলা হয়। কিন্তু অভিযোগ, বাড়ির মালিক কুকুরটিকে থামানোর চেষ্টা করেননি। শেষমেশ কুকুরের চিৎকার উপেক্ষা করে বাড়িতে ঢুকতে গেলে তদন্তকারী অফিসারদের উপর হামলা চালায় সেটি। তাতেই পায়ে চোট পান অর্ণব।

পুলিশ জানিয়েছে, দীপকের বিরুদ্ধে চোরাই সোনার বেআইনি কারবার চালানোর অভিযোগ ছিল। তার ভিত্তিতে দীপক ও তাঁর বোন পিঙ্কি ঘোষকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সোমবারই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে নরেন্দ্রপুর থানায়। ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘ঘটনার তদন্ত করছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement