দুষ্কৃতীদের ধরে আনা হয়েছে থানায়— নিজস্ব চিত্র।
ডাকাতির জন্য জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানা এলকায় ওই দলটি ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম জামাল গাজি (৩০), গোপাল ভদ্র (৩৭), ভোলা জোয়াদ্দার (৪৫)।
শুক্রবার রাতে ধৃতরা গোপালনগর থানার পোলতা পেট্রোল পাম্পের কাছে ডাকাতির জন্য জড়ো হয়। বনগাঁ চাকদহ রোডের উপর এই পেট্রোল পাম্প থেকে প্রচুর পেট্রাপোলগামী লরি তেল ভরে। সে কারণেই দুষ্কৃতীদের নজর থাকে এই পাম্পের উপর। এর আগেও একাধিকবার এই পেট্রোল পাম্পের কাছে ডাকাতির জন্য জড়ো হাওয়া দলকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ছদ্মবেশে ঘটনাস্থলে যায়। শুক্রবার মধ্যরাতে ৩ জনকে জড়ো হতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ দেখেই ধৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চারদিক থেকে পুলিশ বাহিনী ঘিরে ফেলে। ধৃতদের থেকে একটি লোহার রড়, একটি দাঁ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা পুরনো দুষ্কৃতী। অতীতেও একাধিকবার অসামাজিক কাজ করে পুলিশের জালে ধরা পড়েছে।